অবসরপ্রাপ্তদের সরকারি হাসপাতালে সর্বোচ্চ প্রাধিকারে চিকিৎসা সুবিধা প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পেনশনার অ্যান্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন। বাংলাদেশ শিশু কল্যাণ দাবিগুলোতে রয়েছে-সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের আওতাভুক্তকরণ; গণপরিবহনে ভ্রমণ সুবিধা নিশ্চিতকরণ; মাসিক চিকিৎসা ভাতা ন্যূনতম ১৫ হাজার টাকা করা; দুরারোগ্য চিকিৎসার জন্য এককালীন ১০ লাখ টাকা অনুদান ব্যবস্থা করা। মূল পেনশনের সমপরিমাণ মাসিক বাড়িভাড়া ভাতা প্রদান; সাশ্রয়ী মূল্যে রেশনিং ব্যবস্থা চালু; মৃত্যুজনিত কারণে প্রতিটি পরিবারের জন্য ৫ লাখ টাকা অনুদান।
সংগঠনের আহ্বায়ক এম এ আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন¦য় পরিষদের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। আরও বক্তব্য দেন সরকার গোলাম মোস্তফা, আবদুল মান্নান হাজারী, নাজমা আক্তার, কুতুবউদ্দীন সেলিম, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, মোহাম্মদ কলিমুল্লাহ, এ টি এম শাহীন, মোহাম্মদ জাহাঙ্গীর, আবদুল মোন্নাফ, বসিরুল ইসলাম, মোজাফ্ফর হোসেন প্রমুখ।