বরিশাল নগরীর কাশিপুরে মশাল মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানিয়েছেন।
আটককৃতরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ও শিয়ালকাঠি এলাকার মো. সালামের ছেলে সুমন শেখ (৪০), নগরীর কাশিপুর চহঠা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদারের ছেলে ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু (১৯), বানারীপাড়ার চাখার এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী সজীব হাওলাদার (৩৭) ও কাশিপুরের পশ্চিম চহঠা এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে আওয়ামী লীগ সমর্থক সাকির হোসেন সনেট (৩৮)।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নথুল্লাবাদ বাস টার্মিনালে যান। এ সময় মশাল নিয়ে ১৫/১৬ জন ব্যক্তি মিছিলের চেষ্টা করে। তখন সাধারণ মানুষ তাদের ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করে গণধোলাই দেয়া শুরু করে। জনগণের রোষানল থেকে তাদের উদ্ধার করে পুলিশে দেয়া হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আওয়ামী লীগের লোকজন নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ফিশারি রোড থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে। জনগণ চারজনকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল