এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে তৃতীয় ওভারে বিতর্কিতভাবে আউট হয়ে সাজঘরে ফেরেন ফখর জামান। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিতে থাকেন ওপেনার শাহিবজাদা ফারহান। তার দুর্দান্ত ফিফটি ও শেষদিকে ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন দলের হয়ে ৪৫ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। ৮ বলে দুটি ছক্কা আর এক চারে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন ফাহিম আশরাফ। ১৩ বলে এক ছক্কাখয় ২১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সালমান আলি আগা। ১৯ বলে ২১ রান করেন মোহাম্মদ নওয়াজ। ১৭ বলে ২১ রান করেন সাইম আইয়ুব।
ভারতের হয়ে ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন শিবম দুবে। ১টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। তবে এদিন ফিল্ডিংয়ে জঘন্য দিন ভারতের। বুমরাহ’র বলে ফাহিমের সহজ ক্যাচ মিস করেন শুভমন গিল। এই ম্যাচে মোট চারটি ক্যাচ মিস করেন ভারতীয় ফিল্ডাররা।
বিডি-প্রতিদিন/শআ