ফরিদপুরে বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী বাংলাদেশ বির্নিমাণে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভাটি রবিবার বিকেলে শহরের হিতৈষী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাইিদুল ইসলাম স্মরণের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আরাফাত সামিন, মাদ্রাসার শিক্ষার্থী মুফতি জামিল সিদ্দিকী প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন