বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দুই দিন বিরতির পর গতকাল সকালে জেলা কার্যালয়সহ নয়টি উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে অবস্থান নেন সংগঠনটির নেতা-কর্মীরা। এর আগে তারা বিক্ষোভ মিছিল করেন। ফলে আধাবেলা বন্ধ থাকে নির্বাচন কার্যালয়ের দৈনন্দিক কর্মকা সহ নাগরিক সেবা। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার সব নির্বাচন কার্যালয়ে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। নেতারা জানান, দুর্গাপূজার কারণে হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হলেও নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আন্দোলন পালন করছে সর্বস্তরের জনগণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ কমিটির সদস্য সচিব ও জেলা জামায়াতে সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, ‘দুর্গাপূজা ও সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে হরতাল আপাতত বাতিল করা হয়েছে। যতদিন পর্যন্ত চারটি সংসদীয় আসন ফিরে না পাব, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।’
নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি জামায়ত এনসিপিসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি আন্দোলন শুরু করে। নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর তিনটি আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে সংসদীয় আসন বহালের দাবিতে বিক্ষোভ, হরতাল, আবরোধসহ লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছে।