চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে চমেক মিলনায়তনে পুনর্মিলনী নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
(চমেক) প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক (ডা.) এস এম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, চমেকের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, বর্তমান উপাধ্যক্ষ ডা. আবদুর রব, সমিতির সাধারণ সম্পাদক ডা. আশরাফুল কবির ভূঁইয়া, ডা. তমিজ উদ্দিন, ডা. খুরশিদ জামিল, ডা. জসীম উদ্দিন প্রমুখ।