ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সবশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল। বৈরী মনোভাবের কারণে চলতি বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে অংশ নেয়নি পাকিস্তান। এবার দেশটি জুনিয়র বিশ্বকাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
আন্তর্জাতিক হকি ফেডারেশন(এফআইএইচ) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পাকিস্তান নাম প্রত্যাহারের কারণে নতুন দলের নাম ঘোষণা করা হবে।
আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাডুতে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম সংস্করণের পর্দা উঠবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি করছিল তুলেছিল পাকিস্তান। যদিও আন্তর্জাতিক হকি ফেডারেশন সেই অনুরোধে সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে টুর্নামেন্টের এক মাসে আগে নাম প্রত্যাহার করেছেন তারা।
তবে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা খেলতে আসবে কি না, সেটা ওদের ব্যাপার। কিন্তু লম্বা সময় ধরে অপেক্ষা করা সম্ভব নয়।
পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, চিলি এবং সুইজারল্যান্ড। পাকিস্তান নাম তুলে নেওয়ায় তাদের জায়গায় কারা সুযোগ পাবে, তা এখনও জানায়নি আইএইচএফ। দ্রুত পরিবর্তিত দেশের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
চলতি বছরের এপ্রিল পাহেলগাম সন্ত্রাসী হামলা ও ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রতিবেশী দুই দেশের ক্রীড়ায় সম্পর্কের অবনতি ঘটে। ভারত সম্প্রীতি নতুন নীতি প্রণয়ন করেছে, যার আওতায় পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। তবে বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে বাধা নেই দুই দেশের। তবে হামলার জেরে বৈশ্বিক টুর্নামেন্টেও এর প্রভাব পড়ছে।
এবারের জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২৪টি দল। ভারতের চেন্নাই ও মাদুরাইতে হবে এই টুর্নামেন্ট। চলবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/কামাল