দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবারাকোন্ডা গোপনে বাগদান সেরেছেন। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদ্যাপন করেছেন তারা। এমনই খবর বিনোদনজগতে। এই জল্পনার মধ্যেই রাশমিকা জানালেন, সম্পর্কে ঝগড়াঝাঁটি কীভাবে সামাল দেন।
রাশমিকা জানান, সাধারণত ছোট ছোট বিষয় নিয়েই ঝগড়া শুরু হয় সম্পর্কে। কোথায় যাবে, কী ভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না— এই প্রশ্নগুলি তুললেই সমস্যার শুরু হয় সম্পর্কে। এই ছোট বিষয় থেকে ভুল বোঝাবুঝি শুরু হলে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।
জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা উচিত? উত্তরে রাশমিকা বলেছিলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার সঙ্গে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।” এখানেই শেষ নয়। আরও একটি চাহিদার কথা বলেছিলেন তিনি।
অভিনেত্রী বলেছিলেন, “তিনি যে-ই হোন, তার মনে দয়ামায়া থাকতে হবে। আর থাকতে হবে আমার প্রতি সম্মান। সম্পর্কে যত্ন থাকাটা আমার কাছে অত্যন্ত জরুরি। সহানুভূতিশীল মন না থাকলে তার সঙ্গে পথ চলা মুশকিল।”
উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২৫ — সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়। কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেন না তারা। তবে গুঞ্জন, ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা। খুব শিগগিরই নাকি চারহাত এক হবে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন তারা। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম