পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের বিচার না হওয়া পর্যন্ত নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে না। এসবের বিচার হলে প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা জন্মাবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘একটা দেশ সন্দেহ ও অবিশ্বাসের ওপর গড়ে উঠবে না। যারা ভাবছেন বিচারের দায়িত্বে যারা আছেন, তারা খুব সুখে আছেন। ব্যাপারটা কিন্তু এ রকম নয়। যারা সাক্ষ্য দিতে আসবেন, তারাও ভয় পান। জায়গায় জায়গায় ঢাকার বাইরে গিয়ে সে ভয় ভাঙানো হচ্ছে। এটা একটা প্রক্রিয়া। যা কারও জন্য সহজ নয়। ১৬ বছরের স্বৈরাচারের শাসনের পরে এই যাত্রাটা আমরা শুরু করেছি।’
গুমের শিকার পরিবারের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার ঘাটতি নেই উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) গুম বিষয়ে একটি আইন নীতিগত অনুমোদন হয়েছে। সেই আইনের ২৪ ধারায় তহবিল গঠন ও ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তার বিধান রাখা হয়েছে।’
অধিকারের সভাপতি তাসনিম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রবন্ধ পাঠ করেন তাসকিন ফাহমিনা। এতে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাসমিরুল ইসলাম, গুমবিষয়ক তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা।