শেরপুরের সীমান্ত উপজেলা নালিতাবাড়ীর রূপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে পানির পাইপ বসানোর সময় হঠাৎ গ্যাসের মতো এক বায়বীয় পদার্থের সন্ধান পাওয়া গেছে। স্থানীয়দের কৌতূহলে কেউ কেউ সেই গ্যাস দিয়েই রান্নাবান্না করেছেন। এতে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কেউ বলছেন এটি প্রাকৃতিক গ্যাস, আবার কেউ ধারণা করছেন এটি মিথেন গ্যাস।
শনিবার বিকেলে বিষয়টি পরীক্ষা করতে ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্সের (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) একটি বিশেষজ্ঞ দল। তারা গ্যাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, গত ১৪ অক্টোবর মঙ্গলবার সাবমার্সিবল পাম্পের জন্য বোরিং করতে গিয়ে প্রায় ৪০ ফুট গভীরতায় পৌঁছালে পাইপের ভেতর থেকে প্রবল বাতাসের চাপ অনুভূত হয় এবং পানির সঙ্গে বুদবুদ ওঠে। একাধিক স্থানে বোরিং করলেও একই ঘটনা ঘটে। পরে পরীক্ষামূলকভাবে আগুন ধরালে গ্যাস জ্বলে ওঠে, তবে কিছু সময় পর নিভে যায়।
বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন, গ্যাস পাওয়া গেছে, এখন ওই গ্যাসেই চা-ভাত রান্না করছি।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, বাপেক্সের টিম আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। এক সপ্তাহের মধ্যেই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছে।
বাপেক্সের এক বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে জানান, যে গভীরতা থেকে গ্যাস বের হচ্ছে, তাতে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি প্রাকৃতিক গ্যাস কি না। তবে নমুনায় গ্যাসের উপস্থিতি পাওয়া গেলে হাজার থেকে তিন হাজার ফুট গভীর পর্যন্ত খনন করে প্রকৃত অবস্থা যাচাই করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল