ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল শহরে শুক্রবার একটি এসি বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন। ফরেনসিক তদন্তে উঠে এসেছে, এই বাসে তখন ২৩৪টি স্মার্টফোনের চালান ছিল, যা আগুনের তীব্রতা অনেকাংশে বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাসে থাকা ফোনগুলোর ব্যাটারি বিস্ফোরণের ফলে আগুনের তীব্রতা অনেকগুণ বৃদ্ধি পায় এবং এর ফলে ২০ জনের প্রাণহানি ঘটে। এনডিটিভি জানিয়েছে, এই ফোনগুলোর মোট মূল্য ছিল ৪৬ লাখ রুপি। হায়দরাবাদের মাঙ্গানাথ নামের এক ব্যবসায়ী এগুলো বেঙ্গালুরু শহরের একটি ই-কমার্স কোম্পানিতে পাঠাচ্ছিলেন, যেখান থেকে গ্রাহকদের কাছে সরবরাহ করা হতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় ফোনের ব্যাটারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বাসের এসি সিস্টেমের বৈদ্যুতিক ব্যাটারিও বিস্ফোরিত হয়। অন্ধ্রপ্রদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক পি ভেঙ্কটরামন জানিয়েছেন, তাপ এতটাই তীব্র ছিল যে বাসের মেঝেতে থাকা অ্যালুমিনিয়ামের পাতও গলে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি তেলের স্পর্শে বাসের সামনের অংশে আগুন ধরে। দুর্ঘটনার সময় একটি মোটরসাইকেল বাসের নিচে আটকা পড়ে এবং সেটির পেট্রল আগুনের সঙ্গে সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের সংখ্যা ২০ এবং ২৩৪টি স্মার্টফোনের চালান ধ্বংস হয়ে গেছে। তদন্তকারীরা ব্যাটারি বিস্ফোরণকে মূল কারণে হিসেবে দেখছেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/আশিক