কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের পথের অনুসারী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তিনি যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছেন, তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার।
শনিবার নগরীর ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের চৌধুরীপাড়া কালাম কোম্পানির বাড়িতে ৩১ দফা রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। এই প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের ঘরে ঘরে সংগঠিত হতে হবে, মানুষের মন জয় করতে হবে। শেষে তৃপ্তি জনগণের প্রতি আহ্বান জানান। ধৈর্য, ঐক্য ও দৃঢ় মনোবলের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
হালিশহর থানা যুবদল নেতা রাসেল করিম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সভাপতি একেএম ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, মোহাম্মদ ইসলাম, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান দুলাল, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক, যুগ্ম আহ্বায়ক মো. পিয়ার, সদস্য মো. মনির, মো. মিন্টু, মোহাম্মদ বাবলু, হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, থানা যুবদল নেতা পারভেজ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই