জুলাই গণ অভ্যুত্থানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়) শহীদ ও আহত যোদ্ধাদের তথ্য চেয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইউজিসি চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, জরুরি ভিত্তিতে দুই কর্মদিবসের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তথ্য পাঠাতে হবে।