রাজশাহীতে শিক্ষককে ছুরিকাঘাত করে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার প্রতিশোধ নিয়েছে এক ছাত্রী। গতকাল বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মারুফ কারখী (৩৪) রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলার শিক্ষক। জানা যায়, অভিযুক্ত ওই ছাত্রী (১৬) রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে টিসি দেওয়া হয়। বর্তমানে সে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে। রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এক কর্মকর্তা জানান, দুপুরে স্কুল ছুটি হলে মারুফ স্যার স্কুটি নিয়ে বাসায় যাচ্ছিলেন। ওই সময় রাস্তায় অপেক্ষমাণ ছাত্রী ‘হেল্প, হেল্প’ বলে ডাকতে থাকে। শিক্ষক স্কুটি থেকে নেমে কাছে যেতেই হঠাৎ সে তার গলায় ছুরি চালায়। স্থানীয়রা ছাত্রীকে আটক করে স্কুলে খবর দেন। আহত শিক্ষককে দ্রুত রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, টিসি দেওয়া কেন্দ্র করে ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। দুর্ভাগ্যক্রমে মারুফ তার সামনে পড়েন।
যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল নাঈম আবদুল্লাহ গণমাধ্যমে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন তার পিএ আবদুর রউফ হোসেন।