২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি দল। সদস্যরা হলেন ফাবিহা মুস্তাকিমা নিহা (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল), আফফান চৌধুরী (একাডেমিয়া স্কুল), প্রান্ত ঘোষ, শাওহারদো স্বপন সিংঘা ও সুহা আহসান (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে তাদের পরিচিতি তুলে ধরা হয়।
জাতীয় দলের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরামর্শক ড. হোসেন জিল্লুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি আল আমিন পারভেজ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর মো. মানসুরুল হক, যোগাযোগ প্রধান মো. আল-আমিন রাকিব, জুরি বোর্ডের প্রধান সাফায়েদুজ্জামান খান ও সদস্য মো. নাঈম দেওয়ান।