পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় জশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি ও নূরানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা থেকে এটি শুরু হয়। আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার আয়োজনে আয়োজিত এই র্যালিতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। র্যালিটি মোহাম্মদপুর, আসাদ এভিনিউ, ধানমন্ডি, রিং রোড, টিকাপাড়া ঘুরে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়্যদ মুহাম্মদ কাশিম শাহ ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় নূরানি মাহফিল। মাহফিলে বক্তৃতা দেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী।