গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ডোবায় পড়ে ইয়ানুর (২) ও হাবিব (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুজনই একই বাড়ির ভাড়াটিয়া পরিবারের সন্তান। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত ইয়ানুরের বাবা মো. আজাদ জামালপুর জেলার বাসিন্দা এবং হাবিবের বাবা মো. আমির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তারা গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার বিকেলে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পেছনের দিকে চলে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় তাদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিডি প্রতিদিন/মুসা