বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে। কাজেই আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়, সুশাসনের জন্য হয়, আইনশৃঙ্খলার হয়, ভয়ভীতিহীন হয়, যেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় এবং আগামীর প্রজন্ম যেন যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পায় সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে।
গতকাল দুপুরে পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলমসহ আরও অনেকে।