ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদত হোসেন (৪৫) নামে এক কৃষক এবং তার হালচাষের গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইকতার হোসেন (৪০) নামে আরও এক কৃষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালসার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আজিজুল হক তার ড্রাগন ফলের বাগান রক্ষায় জমির চারপাশে অবৈধভাবে বিদ্যুতের তার স্থাপন করেন। সকালে কৃষক শাহাদত হোসেন ও ইকতার হোসেন মাঠে হালচাষ করতে গেলে একটি গরু বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। গরুটিকে রক্ষার চেষ্টা করতে গিয়ে শাহাদত হোসেন নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গরুটিরও মৃত্যু হয়। আহত ইকতার হোসেনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে ড্রাগন ফল বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ