বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলির মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামীকাল (৫ সেপ্টেম্বর) ভোরে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি ঘোষণা করেছেন সম্ভাব্য একাদশ।
আনচেলোত্তির বাছাই করা একাদশে যেমন আছেন অভিজ্ঞ কাসেমিরোর মতো খেলোয়াড়, তেমনি জায়গা পেয়েছেন তরুণ তারকা এস্তেভাও, মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন (গোলরক্ষক), ওয়েসলি, মারকিনিউস, গাব্রিয়েল, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, এস্তেভাও, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো।
চলতি বাছাইপর্বে ব্রাজিলের পারফরম্যান্স কিছুটা ওঠানামার হলেও তরুণদের পারফরম্যান্সে আশার আলো দেখছে সেলেসাও।
ঘোষিত একাদশের বাইরে থাকা লুকাস পাকেতা, রিচার্লিসন ও স্যামুয়েল লিনোর মতো খেলোয়াড়রা বেঞ্চ থেকে উঠে এসে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন যে কোনো সময়। মাঝমাঠে কাসেমিরো ও গিমারেসের অভিজ্ঞতা দলকে ভারসাম্য দেবে বলে আশা করছে কোচিং স্টাফ।
ব্রাজিল দলের পূর্ণ স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্টো, হুগো সৌজা
ফুলব্যাক: ওয়েসলি, ভ্যান্ডারসন, ডগলাস সান্তোস, কাইও হেনরিক
ডিফেন্ডার: মারকিনিউস, গাব্রিয়েল, আলেক্সসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো
মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গিমারেস, আন্দ্রে সান্তোস, জ্যঁ লুকাস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: রাফিনিয়া, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, রিচার্লিসন, কাইও জর্জ, লুইজ হেনরিক, স্যামুয়েল লিনো
বিডি প্রতিদিন/মুসা