দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড় থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি ৭১ সালের যুদ্ধের সময়কার বলে দাবি পুলিশের।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিরামপুর পৌর শহরের চরকায় বন বিভাগের অদূরে পুকুর পাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ‘বোম ডিসপোজাল ইউনিট’ গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বন বিভাগের অফিসের পুকুরপাড় এলাকায় চলাচলের রাস্তায় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি দেয়। ওই এলাকার কয়েকটি শিশু সেটি নিয়ে খেলা করে। এক সময় স্থানীয়দের বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে। তারা এটি নিষ্ক্রিয় করবেন।
বিডি প্রতিদিন/এমআই