দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর জামিন নাকচ করেছেন আদালত।
গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। এর আগে গত ১ অক্টোবর বিকালে যৌথ অভিযানে মৌলভীবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র?্যাব। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ তিনটি হত্যা মামলার ঘটনায় হেনরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় হেনরীকে। গত ২৩ ডিসেম্বর জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ মামলা করেন। ১৩ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখায় দুদক। মামলার বিবরণে জানা যায়, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
তিনি মোট ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করেছেন তিনি।