দেশের গণতন্ত্র এখন ষড়যন্ত্রের স্বীকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপি ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে তাদের পতন ঘটিয়েছে। সম্প্রতি সেই বিএনপি-জামায়াত ও এনসিপির মধ্যে একটা দূরুত্ব সৃষ্টি হয়েছে । গতকাল নাটোরের কানাইখালিতে জুলাই শহীদদের স্মরণে নাটোর জেলা ছাত্রদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।