বগুড়ার গাবতলী জিয়াবাড়িতে জিয়া সাজারাহ্ ও মমতাময়ী খালেদা জিয়া কবিতার ফলক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। গতকাল বাগবাড়ি জিয়াবাড়ির গেটে কবি ফকির গোলাপের লেখা এই কবিতার ফলক উদ্বোধন করা হয়।
নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র মো. আল মামুন খান, গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু। উপস্থিত ছিলেন-বগুড়া জেলার শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, রাজশাহীর পুঠিয়া পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্যসচিব মাজেদুল ইসলাম, পুঠিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি নাজমুল ইসলাম মুক্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সহসভাপতি নবীর হোসেন মণ্ডল প্রমুখ।