সিলেটের হত্যা মামলার চার আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় পৃথক অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন নকলা ও ভারই এলাকায় র্যাব-৯ ও ১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ থানার সমসখানি গ্রামের মফুর আলীর ছেলে জাকির আহমদ (৪২), এহিয়া আহমদ (৩৫), জাবের আহমদ (২৮) ও জাকির আহমদের ছেলে শান্ত আহমদ (১৯)। র্যাব জানায়, জকিগঞ্জের সমসখানি গ্রামের সোহেল আহমদ হত্যাকান্ডের ঘটনায় গত ৯ জুলাই থানায় মামলা হয়। এরপর র্যাব আসামিদের ধরতে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার নকলায় অভিয়ান চালিয়ে জাকির আহমদ ও এহিয়া আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার ভারই এলাকা থেকে জাবের আহমদ ও শান্ত আহমদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।