২০৩০ বিশ্বকাপের ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে স্প্যানিশ শহর মালাগা। স্পেন, পর্তুগাল ও মরক্কোতে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হবে।
দক্ষিণাঞ্চলীয় শহর মালাগার লা রোসালেডাসহ স্পেনে ১১টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু মালাগা মেয়র ফ্রান্সিসকো ডি লা টোরে জানিয়েছেন স্টেডিয়ামের বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আর সে কারণেই এই শহরের ক্লাব ও সমর্থকদের সমস্যার কথা বিবেচনা করে বিশ্বকাপের ভেন্যুর তালিকা থেকে তারা নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
মালাগা কাউন্সিল ও এ্যান্ডালুসিয়ার প্রাদেশিক সরকারের সাথে সভা শেষে ডি লা টোরে বলেছেন, ‘বিশ্বকাপ ও ক্লাবের মধ্যে একটিকে বেছে নিতে বলা হলে আমরা ক্লাব ও সমর্থকদের বেছে নিয়েছি। বেশ কিছু সভা শেষে আমরা উপলব্ধি করেছি আজকে সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত হলো মালাগার বিশ্বকাপ ত্যাগ করা। বিশ্বকাপ যদি ক্লাবের জন্য ঝুঁকিপূর্ণ হয় ও এর ফলে সমর্থকদের সমস্যা হয় তবে এই ধরনের আয়োজনের কোনো অর্থ নেই।’
লা রোসালেডাকে যদি সংস্কারের আওতায় আনা হয় তবে মালাগার ম্যাচগুলো সাড়ে ১২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বিকল্প স্টেডিয়ামে আয়োজন করতে হতো। বর্তমানে মৌসুমী টিকেটধারী সমর্থক রয়েছে ২৬ হাজারের উপরে।
এছাড়া সংস্কার বাবদ প্রায় ২৭০ মিলিয়ন ইউরো ব্যয় হবে বলে একটি ধারণা পাওয়া গেছে। কিন্তু মেয়র জানিয়েছেন ব্যয় সংকোচনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। এ সম্পর্কে ডি লা টোরে বলেন, ‘আমরা অবশ্যই একটি নতুন স্টেডিয়াম চাই। এটা বিশ্বকাপের জন্য না, সকলের সম্মিলিত একটি সিদ্ধান্ত মতেই নতুন স্টেডিয়ামের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।
আমরা অর্থ সাশ্রয়ের জন্য এটা করছি না। আমাদের শহর, সমর্থক ও ক্লাবের ভালোর জন্যই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব মালাগা। কিন্তু ধীরে ধীরে আর্থিক সংকটের কারণে লা লিগা থেকে অবনমিত হয়ে যায়।
স্পেনে কোন কোন স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিয়ে ফিক্সিংয়ের অভিযোগে ২০৩০ বিশ্বকাপ আয়োজক প্রধান মারিয়া টাটো মার্চে তার পদ থেকে সড়ে দাঁড়ান।
সূত্র : এএফপি
বিডি-প্রতিদিন/বাজিত