চাঁদপুর শহরের একটি মসজিদে খুতবা নিয়ে ক্ষিপ্ত হয়ে খতিবের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত মুসল্লী বিল্লাল হোসেনকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত খতিব মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীর ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জেলা জজ আদালতের এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আব্দুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ জানান, জবানবন্দি শেষে আদালতের নির্দেশে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত করছেন চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জুমার নামাজ শেষে বিল্লাল হোসেন নামাজরত অবস্থায় দেশীয় চাপাতি দিয়ে খতিবের মাথা ও কানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হলি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানান তাঁর ছেলে আফনান তাকি।
খতিব মাওলানা নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা এবং নিয়মিত বিভিন্ন মসজিদে খুতবা দেন। অভিযুক্ত বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং শহরের বকুলতলায় বসবাস করেন।
ঘটনার পরদিন বিকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পর্যায়ের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠক করেন।
বিডি প্রতিদিন/আশিক