গ্লোবাল সুপার লিগের (জিএসএল) গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে সোহানরা এবারও টুর্নামেন্টে খেলছেন। এরমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে সোহান বাহিনী। প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে। আজ দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রতিপক্ষ শক্তিশালী হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার দলটিও একটি ম্যাচ খেলেছে এবং জয়ও পেয়েছে। হোবার্ট ৭ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে। বাংলাদেশ সময় রাত ৮টায় গায়ানায় মুখোমুখি হবে রংপুর ও হোবার্ট। টুর্নামেন্টে স্বাগতিক গায়ানা প্রথম ম্যাচ রংপুরের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ৬৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিকসকে। নিউজিল্যান্ডের দলটি টানা দুই ম্যাচে হেরেছে। দুবাই ক্যাপিট্যালসও একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। রংপুর প্রথম ম্যাচে গায়ানাকে হারিয়েছে শেষ ওভারে। প্রথম ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৬৫ রান করেছিল। ক্যারিবীয় অলরাউন্ডার কাইলি মেয়ার্স অপরাজিত ৪৪, সৌম্য সরকার ৩৫, সাইফ হাসান ১৮, পাকিস্তানের ইফতেখার আহমেদ অপরাজিত ৩৪ ও অধিনায়ক সোহান ১৮ রান করেন। জবাবে চার্লস জনসনের ৪০ রান সত্ত্বেও গায়ানা সংগ্রহ করে ১৯.১ ওভারে ১৫৪ রান। রংপুরের ডান হাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছেন। আজ যদি হোবার্টের বিপক্ষে প্রথম বলে উইকেট নিতে পারেন, তাহলে হ্যাটট্রিক করবেন। খালেদ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন গায়ানার বিপক্ষে। এ ছাড়া ২টি করে উইকেট নেন আফগানিস্তানের আজমতউল্লাহ কামারজাই ও দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসিকে।