প্রায় ২,০০০ বছর পুরনো একটি প্রাচীন মিশরীয় কফিন (সারকোফেগাস) মিসরকে ফিরিয়ে দিয়েছে বেলজিয়াম। ব্রাসেলসে পুলিশ কর্তৃক জব্দ করার এক দশক পর শুক্রবার এই কফিন মিসরের কাছে হস্তান্তর করা হয়। খবর আরব নিউজের।
বেলজিয়ান প্রসিকিউটরদের মতে, কফিনটির সঙ্গে একটি প্রাচীন কাঠের দাড়ির টুকরাও ফেরত দেওয়া হয়েছে। রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক অনুষ্ঠানে এই মূল্যবান নিদর্শনগুলো মিসরের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।
ব্রাসেলসের পাবলিক প্রসিকিউটর জুলিয়ান মোনিল বলেন, '১০ বছর ধরে তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর এটি একটি ন্যায়বিচারের দৃষ্টান্ত, যেখানে একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অপহৃত বস্তু তার নিজ দেশে ফেরত গেল।'
২০১৫ সালে ইন্টারপোলের মাধ্যমে মিসরের আদালতের অনুরোধে কফিনটি বেলজিয়ান পুলিশ জব্দ করে। এরপর থেকে এটি ব্রাসেলসের রয়্যাল মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড হিস্টরিতে সংরক্ষিত ছিল।
বিবৃতি অনুযায়ী, কাঠের তৈরি এই সারকোফেগাসটি খ্রিষ্টপূর্ব চতুর্থ থেকে তৃতীয় শতাব্দীতে পটলেমাইক যুগে তৈরি এবং এটি নিঃসন্দেহে মিশরের উচ্চবিত্ত সমাজের কোনো সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া সামগ্রী ছিল।
এই সারকোফেগাসে খোদাই করা হায়ারোগ্লিফিক লেখার মাধ্যমে প্রমাণ মেলে যে, এর ভিতরে শায়িত ব্যক্তি ছিলেন পা-দি-হর-পা-খেরেদ নামের একজন পুরুষ, যাকে মৃত্যুর পর মিশরের পাতালপুরীর দেবতা ওসাইরিস রূপে চিত্রিত করা হয়েছে।
বেলজিয়ামের এই উদ্যোগকে মিসরের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/মুসা