চাঁদাবাজি, দখলবাজি এবং নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল। গতকাল তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় যুবদল। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, ‘এমদাদুল হক বাদশার চাঁদাবাজি, দখলবাজি এবং নানা অপরাধ তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় বহিষ্কারের সুপারিশ করে। এরই ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।’
জানা যায়, গত আগস্টের পর চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভাব হয়েছে বাদশার। অপরাধে সহযোগী হিসেবে রয়েছে দুই ভাই জাবেদুল হক ও সাদ্দামুল হক। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে ভূমি দখল-বেদখল, নির্মাণসামগ্রী সরবরাহ বাণিজ্য, ডিশ ব্যবসার নিয়ন্ত্রণসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিকদের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।