সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল জয় দিয়েই লড়াই শুরু করেছে বাংলাদেশ ও নেপালের মেয়েরা। শোচনীয় হার মেনেছে শ্রীলঙ্কা আর ভুটান। এক ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে শিরোপা লড়াই বাংলাদেশ ও নেপালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চার জাতির টুর্নামেন্ট হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। আজই শীর্ষে থাকার লড়াইয়ে দুই দেশ মুখোমুখি হবে। সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারিনায় গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে। নেপাল ও বাংলাদেশ শুরুতে জয় পেলেও গোল ব্যবধানে স্বাগতিক মেয়েদের অবস্থান সবার ওপরে। বাংলাদেশ প্রথম ম্যাচে ৯-১ গোলে জয় পেলেও নেপাল জেতে ৬-১ ব্যবধানে। অর্থাৎ বাংলাদেশ প্লাস আট ও নেপাল প্লাস ৫ গোলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে আজ যারা জয় পাবে তারাই পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবে। বড় কোনো অঘটন না ঘটলে শ্রীলঙ্কা কিংবা ভুটানের চ্যাম্পিয়নের রেসে থাকার সম্ভাবনা নেই। বাংলাদেশ ও নেপালেরই সম্ভাবনা বেশি। জিতলেই সুবিধাজনক অবস্থানে থাকবে। দ্বিতীয় রাউন্ড শেষে পয়েন্ট সমান হলে প্রথম পর্বে ম্যাচ জেতার সুবাদে সেই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। প্রথম পর্ব ও দ্বিতীয় রাউন্ডেও বাংলাদেশ ও নেপালের পয়েন্ট যদি সমান থাকে তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। পরিসংখ্যান ও পয়েন্টে এগিয়ে যেতে আজ বাংলাদেশ-নেপালের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। অবশ্য ভুটান বা শ্রীলঙ্কার কাছে কেউ হোঁচট খেলে তখন হিসাব হবে আরেক রকম। যেটাই হোক আজ ম্যাচ জিততে দুই দল মরিয়া হয়ে লড়বে। সত্যি বলতে কী, প্রথম পর্ব হলেও ম্যাচ জিতলে তারাই শিরোপার পথে এগিয়ে থাকবে। ২১ জুলাই টুর্নামেন্টের ফিরতি লড়াইয়ে বাংলাদেশ ও নেপাল লড়বে। সে ক্ষেত্রে বাংলাদেশ যদি আজ জিতে যায় এবং দ্বিতীয় পর্বে হেরে যায় তখন গোল ব্যবধানে এগিয়ে থাকলে বাংলাদেশ শিরোপা ধরে রাখতে পারবে। নেপালের ক্ষেত্রেও একই সমীকরণ। তাই আজকের ম্যাচকে অলিখিত সেমিফাইনালও বলা যায়। শেষ ম্যাচ হবে শিরোপার ফয়সালা। বসুন্ধরা কিংস অ্যারিনায় আজ জিতবে কারা? বাংলাদেশ না নেপাল। মানসিক দিক দিয়ে ম্যাচে স্বাগতিকদের এগিয়ে রাখা যায়। মিয়ানমারে জাতীয় দলে সাফল্যে উজ্জীবিত বাংলাদেশের জুনিয়রা। এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া দলের ৯ ফুটবলার অনূধর্ব-১৮ স্কোয়ার্ডে রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে চারজন একাদশে সুযোগ পেয়ে দুর্দান্ত খেলেছেন। সাগরিকা হ্যাটট্রিক করে প্রমাণ দিয়েছেন তার ফর্ম কতটা তুঙ্গে। মুনকি আক্তার জোড়া গোল করেছেন। অধিনায়ক আফঈদাকে পুরো সময় খেলানোর প্রয়োজন মনে করেননি হেড কোচ পিটার বাটলার। আজ যদি পুরো সময় খেলেন এবং মেয়েরা যদি সেরা পারফরমেন্স প্রদর্শন করতে পারেন তাহলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি। এ কথাও ঠিক, প্রতিপক্ষ নেপাল বলে ঘরের মাঠেও চাপে থাকবেবাংলাদেশ।বাংলাদেশের মতো প্রথম ম্যাচে নেপালেরও হ্যাটট্রিক রয়েছে। একটা ব্যাপার মনে রাখতে হবে, মেয়েদের ফুটবলে নেপাল বরাবরই বাংলাদেশের জন্য হুমকি। সাফে দুই দেশের জাতীয় দল টানা দুবার ফাইনালে মুখোমুখি হয়েছিল। কাঠমান্ডুতে দুই ফাইনালে জয়ী হয়ে শিরোপা জিতেছিলেন সাবিনারা। এটাও অনুপ্রেরণা হতে পারে আফঈদাদের। দেখা যাক কে এগিয়ে যায়, বাংলাদেশ না নেপাল।
শিরোনাম
- ফের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
- ছাত্রদলের নতুন কর্মসূচি
- যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি না হওয়ায় নিজেকে জ্বালিয়ে দিলেন ছাত্রী
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
- কলাপাড়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের, কৃষকরা পড়েছেন সংকটে
- জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : আমীর খসরু
- সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশ-নেপালের এগিয়ে যাওয়ার লড়াই
কিংস অ্যারিনায় অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর