জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একটি রাজনৈতিক দলকে উদ্দেশ করে বলেছেন, তারা ভেবেছিল ২/৩টা আসনের লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সক্ষমতা কোনো রাজনৈতিক দলের হয়নি। চাঁদাবাজ-দখলবাজদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই নতুন বাংলাদেশে চাঁদাবাজ দখলবাজদের কোনো ঠাঁই নেই। গতকাল দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে জুলাই পদযাত্রার ১২তম দিনে এনসিপি সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. তাসনুবা জাবিন, মেসবাহ কামাল, ডা. মনিরুজ্জামান, ডা. তাসনিম জারা প্রমুখ। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। যারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রেখে চাঁদাবাজ ও সন্ত্রাসকে বহাল রাখতে চায়। কিন্তু আমরা বলেছি, গণ অভ্যুত্থানের পরে এত মানুষের জীবনদানের পরেও তারা যদি মনে করে পুরোনো রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, এটা এত সহজ হবে না। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারী প্রমুখ।