বৃষ্টিস্নাত সন্ধ্যায় আয়োজিত হলো এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়া- বাদল দিনের প্রথম কদম ফুল’। এ আয়োজন ছিল বর্ষার সৌন্দর্য, গানের সুর আর আবৃত্তির আবেশে পরিপূর্ণ। অনুষ্ঠানে ছিল সংগীতশিল্পী শামা রহমানের একক সংগীত পরিবেশনা এবং অভিনেতা, নির্মাতা আফজাল হোসেনের হৃদয়ছোঁয়া পাঠ। অনুষ্ঠানটিকে অর্থবহ করে তুলেছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর উপস্থিতি। বক্তব্য রাখেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী, এ কে আজাদ, মালিক মোহাম্মদ সাঈদ, স্থপতি মুস্তাফা খালিদ পলাশ এবং সংস্কৃতি অনুরাগী আবুল খায়ের লিটু। এ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা আরিফিন শুভ, আফসান আরা বিন্দু ও রুনা খানসহ অনেকে। অনুষ্ঠানটি আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।