ইতিহাসের সামনে দাঁড়িয়ে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ২০২৪-২৫ মৌসুমে ট্রেবল জয়ের পর এবার তাদের চোখ ক্লাব বিশ্বকাপের ট্রফিতে। ফাইনালের আগে খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেন কোচ লুইস এনরিকে বললেন, 'আমরা তারকানির্ভর নই, আমরা একটি দল।'
নতুন রূপে গড়া পিএসজি এবারই প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ৩২ দলের এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চেলসির মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা।
লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপের বিদায়ের পর পিএসজিকে নতুন করে গড়ে তুলেছেন এনরিকে। তরুণদের নিয়ে গড়া দলকে পরপর তিনটি শিরোপা এনে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। ফরাসি লিগ, ফরাসি কাপ এবং ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়। এবার তার শিষ্যদের সামনে ক্লাব বিশ্বকাপ জয়ের হাতছানি।
তবে নিজের অবদানকে বড় করে দেখেন না এনরিকে। তার ভাষায়, 'আমি কোনো তারকা নই। আমার কাজটাই ভালোবাসি। প্রশংসা নয়, বরং সমালোচনা আমাকে আরও উজ্জীবিত করে তোলে।'
পিএসজির এই সাফল্য আসলে দলগত পারফরম্যান্সেরই ফসল এটাই মনে করেন কোচ। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
'আমাদের শুধু একজন বা দুজন নয়, দরকার ১১ জন তারকার। আসলে ১৩, এমনকি ১৫ জনেরও। পুরো দলকেই তারকা হয়ে উঠতে হবে। এটাই আমাদের ক্লাবের দর্শন।'
পিএসজি এখন ট্রফির থেকে মাত্র এক ধাপ দূরে। তাদের প্রতিপক্ষ চেলসি ইংলিশ জায়ান্টরাও বেশ আত্মবিশ্বাসী।
বিডি প্রতিদিন/মুসা