ফিজিওথেরাপি সেন্টারে অবৈধ অভিযান ও হয়রানি বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বিপিএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিপিএর সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন বলেন, দেশের কয়েকটি স্থানে ইতোমধ্যে ফিজিওথেরাপি সেন্টারে অভিযান ও ফিজিওথেরাপিস্টকে দণ্ডিত করা হয়েছে।
তিনি বলেন, গত এক সপ্তাহে বিপিএ দেশের আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে জেনেছে ফিজিওথেরাপি পেশাজীবীদের বিরুদ্ধে এ অভিযান সম্পূর্ণ বেআইনি এবং আদালত অবমাননার শামিল।
তিনি বলেন, সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ে ফিজিওথেরাপি সেন্টারে এসব অবৈধ অভিযান ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।