জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘প্রমত্তা পদ্মার নানা জায়গায় চর জেগে উঠেছে। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে।’ জুলাই গণ অভ্যুত্থান স্মরণে, জাগপার মাসব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে গতকাল রাজশাহীর সাহেববাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রাশেদ প্রধান বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে, বাংলাদেশকে করদ রাজ্য বানিয়ে ভারত আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে। হাসিনামুক্ত নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন চলবে না।
অন্তর্বর্তী সরকারকে এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘সীমান্ত হত্যা, অবৈধ পুশইন, পানি আগ্রাসন ও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে তারা বন্ধুর ছদ্মবেশে চির শত্রু। দেশের জনগণকে সতর্ক থাকতে হবে।’