ইলিশের মোকাম হিসেবে পরিচিত বরিশাল মহানগরের পোর্ট রোড বাজার। ভরা মৌসুমে এখানে প্রতিদিন হাজার মণ ইলিশ বিক্রি হতো। এখন সে অবস্থা নেই। দিনে ৫০ মণ ইলিশও আসে না। নদীতে ইলিশ কম থাকায় দামও ঊর্ধ্বমুখী।
সরেজমিনে জানা গেছে, গতকাল মাত্র ৩০-৪০ মণ মাছ বিক্রি হয়েছে। দেড় কেজি সাইজের মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে ৩ হাজার টাকায়। ১৩০০-১৪০০ গ্রাম সাইজের ২৮০০ টাকা, কেজি সাইজের ২৬০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম সাইজের ২৩০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম সাইজের ১৮০০ টাকা, ৪০০ গ্রাম সাইজের ১৫০০ টাকা ও ৩০০ গ্রাম সাইজের মাছ ১২০০ টাকা দরে বিক্রি হয়েছে।
ব্যবসায়ী ইয়ার শিকদার বলেন, ‘নদীতে মাছ না থাকার কারণ জাটকা শিকার। এটা বন্ধ করতে না পারলে ইলিশশূন্য হয়ে যাবে। আর ট্রলিং জাহাজ সমুদ্রে ইলিশের খাবার নষ্ট করে ফেলছে। খাবার না থাকলে তো মাছ আসবে না। তাই মাছের সংকট।’
নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, ‘জাটকার মৌসুম মার্চ ও এপ্রিল। এ সময় মেঘনা, শাখা নদী ও অববাহিকায় প্রচুর জাটকা থাকে। জাটকা রক্ষায় মৎস্য বিভাগ সঠিক পদক্ষেপ নেয় না। কর্মকর্তাদের খামখেয়ালিপনা ও অবহেলার কারণে ইলিশ কমে যাচ্ছে। মৎস্য বিভাগ কার্যকর পদক্ষেপ না নিলে নদনদীতে ইলিশ মিলবে না।’
তিনি আরও বলেন, ‘ইলিশের দাম বাড়লেই সাধারণ মানুষের হইচই শুরু হয়। তারা যদি কেনা বন্ধ করত তাহলে অসাধু জেলেরা জাটকা শিকার করত না। সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে। নিজেদের জন্য হলেও জেলেদের জাটকা শিকার বন্ধ করতে হবে।’