ছুটির দিনে সাদাপাথর পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত দল। গতকাল সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী, জেলা প্রশাসক সারওয়ার আলম, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান জানান, সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে। এ ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকুন না কেন, কেউই ছাড় পাবে না।
তিনি বলেন, সাদাপাথর পর্যটন কেন্দ্র ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে পর্যটন কেন্দ্রটি। ভবিষ্যতে যাতে আর কেউ পাথর উত্তোলনের সাহস না পায় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
লুটপাটে বিজিবির দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাশেই বিজিবি ক্যাম্প। তাদের চোখের সামনেই অপরাধীরা হরিলুট করেছে। তাই পাথরের দায় বিজিবি কোনোভাবেই এড়াতে পারে না।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, প্রতিস্থাপনও করা হচ্ছে। হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না, তবে আগের অবস্থায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এর আগে সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে।