রাজশাহীতে ফুটপাতের দখল নিয়ে বিএনপি সমর্থিত দুই পক্ষে সংঘর্ষ ঘটেছে। এতে রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার রাতে রিপন এবং ওবায়দুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রিপন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে বিএনপি সমর্থিত দুই পক্ষে হাতাহাতি ঘটেছে।’
আহতরা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।