সারাদেশে বিএডিসি’র কৃষি ফার্মে মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের পুরনো নিয়মে বেতন প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের বিএডিসি কৃষি কর্মচারীরা। শনিবার বিকেলে শহরের তাম্বুলখানা বীজ উৎপাদন কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ফরিদপুর বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আকতার শেখসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
শ্রমিকরা জানান, বিএডিসি কৃষিতে মাস্টাররোলে চাকরিরত কয়েক হাজার কর্মচারী বর্তমানে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারের নতুন নীতিমালা অনুযায়ী মাসে ২২ দিনের বেতন প্রদানের সিদ্ধান্তকে তারা "জুলুম" হিসেবে আখ্যায়িত করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, এমনিতেই তাদের বেতন-ভাতা খুবই কম। এর ওপর মাসে ২২ দিনের হিসাবে বেতন দিলে কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়বেন। তারা আরও জানান, নতুন নীতিমালা কার্যকর করার ঘোষণা আসার পর থেকে দুই মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সরকারের কাছে দ্রুত আগের নিয়মে বেতন প্রদানের দাবি জানিয়ে শ্রমিকরা হুঁশিয়ারি দেন—দাবি পূরণ না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বিডি প্রতিদিন/হিমেল