সাভার প্রেস ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হুদাকে মারধর, অপহরণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে সাব্বির আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মানিকগঞ্জের পূর্ব দাশড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সাব্বিরসহ ১১ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন নাজমুল হুদা।
মামলার বরাতে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, নাজমুল হুদার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন সাব্বির।
টাকা না দিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার ব্যক্তিগত সহকারী জাহিদ এবং নাজমুল হুদার বিরুদ্ধে অপপ্রচার চালানোর হুমকি দেন। পরে ফেসবুকে তাদের ছবি ব্যবহার করে দালাল আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়। অপপ্রচার বন্ধ করতে বললে সাব্বির ও তার সহযোগীরা নাজমুল হুদাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করেন।
মামলা সূত্রে আরও জানা যায়, গত বুধবার রাতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার সময় নাজমুলকে প্রাইভেট কার থামিয়ে আসামিরা পুনরায় ১১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করা হয় এবং সঙ্গে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।