সংস্কার কমিশনে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর আইনি ভিত্তি দাবি করে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্টের আন্দোলন শুধু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য হয়নি। দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হতে হবে। তা না হলে দেশে আবার হাসিনার মতো স্বৈরাচার তৈরি হবে।’ গতকাল বিকালে রংপুরের বদরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের সমাবেশে তিনি এ কথা বলেন। আজহার বলেন, ‘আগামী নির্বাচনে ভোটবিপ্লবের মাধ্যমে জামায়াত ইসলামী সমাজ কয়েম করতে চায়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ভারতের হাতে তুলে দিয়েছিল।
জামায়াত তার বিরোধিতা করেছিল, যার কারণে আওয়ামী লীগ জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। তার পরও জামায়াতের নেতা-কর্মী কমনি, বরং বেড়েছে। অত্যাচার করলে ইসলামি আন্দোলন বৃদ্ধি পায়, কমে না।’
বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মেনহাজুল, কাজী আবদুল মাবুদ, মাওলানা মাহফুজ প্রমুখ।