রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সাত কলেজের নিজ নিজ ক্যাম্পাসে। মানসম্মত প্রশ্নপত্র পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই অনুষদে ৪ হাজার ৪৯৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ২৪ হাজার ৯৪টি। সে অনুযায়ী প্রতিটি আসনের জন্য লড়াই করছেন প্রায় ছয়জন শিক্ষার্থী। নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রকে সহজ ও মানসম্মত উল্লেখ করে অনেকেই বলেছেন, এতে তারা ভবিষ্যতের জন্য আশাবাদী। বিশেষ করে ইংরেজি অংশের প্রশ্ন সহজ হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।
ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা হবে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রাজধানীতে একটি প্রভাবশালী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এটি যেন দ্বিতীয় ঢাবির মর্যাদা অর্জন করে।
বিডি প্রতিদিন/হিমেল