ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। দলে সুযোগ পেয়েছেন এক নতুন মুখ—রুবাইয়া হায়দার ঝিলিক।
টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডে দলে এটাই প্রথম ডাক রুবাইয়ার। তার সঙ্গে দীর্ঘ বিরতির পর ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার এবং অফ স্পিনার নিশিতা আক্তার নিশি। সুমাইয়া তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে নিশি সর্বশেষ ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেন।
মাত্র ১৭ বছর বয়সী নিশি এবারের বিশ্বকাপ দলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। এই তিনজনকে জায়গা দিতে সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ—২৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বোয় এবং ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ নারী বিশ্বকাপ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।
বিডি প্রতিদিন/আশিক