কুতুবদিয়ায় সাগরের তীরে জহির উদ্দিন (৫৫) নামের এক জেলে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার লেমশীখালী ইউনিয়নের পেয়ারা কাটার সাগর পাড় থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। জেলে জহির উদ্দিন ওই উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা গ্রামের আব্দুল কাদেরের পুত্র। বিষয়টি দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন। তিনি জানান, মরদেহটি উদ্ধার করে কুতুবদিয়া থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের পেয়ারা কাটার সাগরপাড়ে ভেসে আসা একজনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে, জহির উদ্দিনের পুত্র মিজানুর রহমান বলেন, তার বাবা শুক্রবার আনোয়ার হোসেন মাঝি ফিশিং ট্রলারে মাছ শিকারে জন্য বাড়ী থেকে বের হয়। শনিবার দুপুর ৩টার দিকে একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে ছুটে যায় এবং বাবার মরদেহ শনাক্ত করেন।
বিডি প্রতিদিন/এএ