কক্সবাজারের চকরিয়া থানা হাজত থেকে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে ও চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের দাবি, দুর্জয় বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে শার্ট গলায় পেঁচিয়ে হাজতের গ্রিলে ঝুলে আত্মহত্যা করেন। গতকাল সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের উপস্থিতিতে সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কর্তব্যে অবহেলার দায়ে এএসআই হানিফ মিয়া কনস্টেবল ইশরাত হোসেন ও মহিউদ্দিনকে কক্সবাজার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
এদিকে দুর্জয় চৌধুরীর মৃত্যুকে পরিকল্পিত হত্যা আখ্যা দিয়ে দায়ীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল জুমার নামাজের পর কয়েকশ মানুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। একপর্যায়ে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গিয়ে রাস্তা অবরোধ করেন।
এর আগে চেকসহ নগদ ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিরুদ্ধে এজাহার দাখিল করেন। পরবর্তীতে স্কুল সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।