এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এতে দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। প্রায় তিন বছর পর আবারও তাকে দেখা যাবে লাল-সবুজের জার্সিতে।
দলে আছেন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। ব্যাটিং বিভাগে থাকছেন তরুণ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান ও তৌহিদ হৃদয়।
তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এরপর আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। বাংলাদেশ দল রয়েছে 'বি' গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টাইগাররা তাদের অভিযান শুরু করবে আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য)
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
বিডি-প্রতিদিন/বাজিত