ইসরায়েলের গাজা পূর্ণ দখলের ষড়যন্ত্র এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে গতকাল ঢাকায় বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন। গতকাল বাদ জুমা দলের ঢাকা মহানগরী এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোস্তফা বশীরুল হাসান। বিক্ষোভ মিছিল পরবর্তী পল্টন মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলি মন্ত্রিপরিষদের বৈঠকে গাজা সিটি পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন। চরম স্বেচ্ছাচারিতা ও দখলদারিত্বমূলক এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল ও গাজার যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। ইসরায়েল অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র। তারা স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা দখল নিতে পারে না। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে গাজাবাসীর পাশে দাঁড়ানো সময়ের অপরিহার্য দাবি। সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আনোয়ার হোসাইন, মো. কাইয়ুম হোসেন, মাওলানা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।