রংপুরে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ বাড়লেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি অনেকেই বোঝেন না। তারা প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠানকে ভালো মনে করছেন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে দ্বিমত রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন মতামত পাওয়া গেছে। নগরীর একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী রবিউল ইসলাম বলেন, নির্বাচন বলতে বুঝি পছন্দের ব্যক্তিকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেব। যে বেশি ভোট পাবে তিনিই সংসদে যাবেন। পিআর কী বুঝি না। বিকশাচালক হামিদুর রহমান বলেন, এই প্রথম শুনলাম পিআর পদ্ধতিতে ভোট। পিআর কী তা এখনো বুঝি নাই। যে জিনিস বুঝি না, সেটা কীভাবে করব।
পান দোকানি আবদুল মালেক বলেন, পিআর পদ্ধতিতে ভোটের বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়। বিষয়টি পরিষ্কার না হলে ভোট কেন্দ্রে যাব না। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য কারি মুহা. আতাউল হক মনে করেন, পিআর পদ্ধতি স্পষ্ট নয়। এ পদ্ধতির নির্বাচনে দেশ কখনোই দুর্নীতিমুক্ত হবে না। তিনি এই পদ্ধতির বিরোধিতা করেন। রংপুর জেলা মার্কসবাদী বাসদের আহ্বায়ক আনোয়ার ইসলাম বাবুল মনে করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনেকেই সংসদে যাওয়ার সুযোগ পাবেন। তিনি পিআর পদ্ধতিকে সমর্থন করেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতির কোনো প্রয়োজন নেই। কারণ সাধারণ মানুষ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। তাই এই পদ্ধতি দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবর রহমান বেলাল বলেন, অতীতে দেখা গেছে সংসদে গিয়ে যারা সরকার গঠন করেছে তারাই স্বৈরতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনেক জ্ঞানী-গুণী মানুষ সংসদে যাওয়ার সুযোগ পাবেন। সংসদে গিয়ে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ি কমে যাবে। ফলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচন জরুরি। জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু পিআর পদ্ধতি সম্পর্কে বলেন, যে পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারদের ধারণা নেই সেই পদ্ধতিতে ভোটাররা কীভাবে ভোট দেবেন। এই পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। তিনি পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণের ঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ হবে না বলে মনে করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতা পিআর পদ্ধতির নির্বাচনকে সমর্থন করেন বলে জানিয়েছেন।