ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং সাবেক জেলা (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৩ আগস্ট) বিকালে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ জেলা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবলীগ নেতা জন এবং আওয়ামী লীগ নেতা শাকিলের বিরুদ্ধে শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তার হওয়া জন ও শাকিলকে ঢাকা থেকে ঝিনাইদহে নিয়ে আসার প্রস্তুতি চলছে।”
বিডি প্রতিদিন/আশিক